ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহে ডিবির অভিযানে ৬ নারীসহ ৭ ছিনতাকারী আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৮, ২ মার্চ ২০২১  

ময়মনসিংহে ছয় নারীসহ সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

ময়মনসিংহে ছয় নারীসহ সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

ময়মনসিংহে ছয় নারীসহ সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সোনার চেইন ও ছিনতাইয়ে ব্যবহৃত বিশেষ কাটার উদ্ধার করা হয়েছে। 

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য জানিয়েছেন। 

ছিনতাইকারী দলের সদস্যরা হলেন, পাপিয়া আক্তার (২৯), শিল্পি বেগম (২৫); তাদের বাড়ি নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর এলাকায়। নাসিমা বেগম (২২), নিহার বেগম (২৫), মনোয়ারা বেগম (৪৫), সুরাইয়া বেগম (৪১) ও  মো. রাশেদ মিয়া (২৫)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। 

ওসি শাহ কামাল আকন্দ জানান, নাসিমা বেগম, নিহার বেগম, মনোয়ারা বেগম, সুরাইয়া বেগম ও মো. রাশেদ মিয়া নগরীর শম্ভুগঞ্জ এলাকায় বাসা ভাড়া নিয়ে তিন মাস ধরে নগরীর বিভিন্ন এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় ছিনতাই চালিয়ে যাচ্ছিলেন। সোমবার (১ মার্চ) সকালে তাদের আটক করা হয়।  

অপরদিকে, নগরীর রেলস্টেশন এলাকায় এক কলেজ শিক্ষিকার ৫ বছর বয়সী মেয়ের সোনার চেইন ছিনতাই করতে গিয়ে হাতেনাতে আটক হয় পাপিয়া ও শিল্পী।  

ওসি আরও বলেন, জনসমাগমের স্থান টার্গেট করে কয়েকমাস ধরে তারা ছিনতাই চালিয়ে যাচ্ছিলো। 

ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহমারুজ্জামান বলেন, চক্রের কয়েকজন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়