ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

শেরপুর জেলার নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ১৩ জুলাই ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজারে ওই আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন।

অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং মেয়াদহীন পণ্য বেচাকেনার অভিযোগে হোটেল-রেস্তোরসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানকালে উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাসান ফেরদৌসসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, ভোক্তা অধিকার আইনে ওই অর্থদন্ড করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়