ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেরপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ১০ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য বিভাগ, ভিশনস্প্রিং এবং ব্র্যাকের উদ্যোগে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী বিনামূল্যে একটি চক্ষু শিবির পরিচালনা করা হয়।

ওই চক্ষুশিবিরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ১২৫ জন বয়স্ক নারী-পুরষকে বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় ওই চক্ষুশিবির থেকে চোখের ছানী অপারেশনের জন্য ৬০ জন চক্ষু রোগীকে বাছাই করা হয়। যাদেরকে ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হবে বলে জানিয়েছেন ব্র্যাকের স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টি প্রকল্পের আঞ্চলিক ম্যানেজার মো. লুৎফর রহমান।

এছাড়াও শেরপুর শহরের খোয়ারপাড় মোড় এবং নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা মোড়ের ব্র্যাক ভিশন সেন্টারে এদিন শতাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা-নিরীক্ষাসহ সেবা প্রদান করা হয়। ব্র্যাকের ওই দু’টি ভিশন সেন্টারে দু’জন করে প্রশিক্ষিত ও দক্ষ অফথ্যালমিক অ্যাসিসটেন্টের সরাসরি তত্বাবধানে স্কাইপের মাধ্যমে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ ও টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়। ওইসব সেবাসমূহের মধ্যে ছিলো প্রাথমিক চক্ষু চিকিৎসা, রিফ্র্যাকশন, চোখের ওষধ, চশমা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়াও চোখের বিভিন্ন সমস্যার সমাধান।

ব্র্যাক কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, বিশ^ দৃষ্টি দিবস উপলক্ষে আগামী শনিবারও শেরপুর সদর ও নালিতাবাড়ীর দু’টি ভিশন সেন্টারে চক্ষুরোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তিনি বলেন, সারাদেশে ব্র্যাকের ২০টি ভিশন সেন্টার রয়েছে। ভিশনস্প্রিং, সাইটসেভার্স ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এসব ভিশন সেন্টারে স্বল্পমুল্যে চক্ষুরোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্র্যাক ভিশন সেন্টারগুলোতে মাত্র ১০০ টাকায় নিবন্ধন করে যেকোনো ব্যক্তি চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। আধুনিক যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ প্রতিটি ভিশন সেন্টারে প্যারামেডিক ডিপ্লোমাধারী দু’জন করে প্রশিক্ষিত ও দক্ষ অফথ্যালমিক এসিসটেন্টের তত্বাবধানে রোগীদের সেবাপ্রদান করা হয়। যেখানে স্কাইপের মাধ্যমে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের সাথে সরাসরি সংযুক্ত হয়ে পরামর্শ ও টেলিমেডিসিন সেবা পান চক্ষুরোগীরা। একজন নিবন্ধিত রোগী পরবর্তী ১৫ দিনের মধ্যে বিনামুল্যে আরও ২ বার সেবা নেওয়ার সুযোগ পান।

ব্র্যাক ভিশন সেন্টারের সেবা পেয়ে খুশী সদর উপজেলার চান্দেরনগর কোহাকান্দা গ্রামের তাছলিমা বেগম (৫৬)। তিনি বলেন, এইহানে ১০০ ট্যাহা দিয়া বালা চিকিৎসা পাওয়া যায়। এগরে আচার ব্যবহারও বালা। রোগীর খুব যতœ নেয়। অন্য ডাক্তারের কাছে গেলে ৫০০ ট্যাহা ভিজিট নাগে, আরও ইডা-ওডা কতো পরীক্ষার ট্যাহা নাগে। আইজকাতো আবার মাগনাই চিকিৎসা পাইলাম। সুমন মিয়া (৪২) নামে আরেক রোগী জানান, তার ভাই এইহানে চিকিৎসা নিয়া বালা উফুগার পাইছেন। তাই তিনিও এহানে চিকিৎসা নিবার আইছেন। একই ধরনের কথা বলেন খোয়ারপাড় হাজী ইলিয়াছ মার্কেটে স্থাপিত ব্র্যাক ভিশন সেন্টারে আসা আরও কয়েকজন চক্ষু রোগী ও তাদের স্বজনরা।

ওই সেন্টারের অফথ্যালমিক অ্যাসিসটেন্ট আফসানা আক্তার বলেন, আমরা সেবা নিতে আসা রোগীদের প্রাথমিকভাবে পরীক্ষ-নিরীক্ষা করে তাদের কী ধরনের সমস্যা তা নিশ্চিত হতে চেষ্টা করি। যতেœর সাথে মেশিনের সাহায্যে প্রাথমিক পরীক্ষাগুলোও করি। রোগীর স্ক্রিনিং ও পরীক্ষার পর স্কাইপের মাধ্যমে ব্র্যাকের নিজস্ব বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের সাথে সংযুক্ত হয়ে রোগীর হিস্ট্রিরি জানাই। রোগীরাও ডাক্তারের সাথে কথা বলেন।

পরে বিশেষজ্ঞ চিকিৎসকের টেলিমেডিসিন পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ পেসক্রিপশন করা হয়। যদি সার্জারীর প্রয়োজন হয়, তাহলে কোথায়, কীভাবে ভালো হবে, সেসব বিষয়েও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে রোগীকে সে অনুযায়ী সেবা প্রদান করা হয়। চোখের ছানী ও অন্যান্য অপারেশনের ক্ষেত্রে ব্র্যাক ভিশন সেন্টারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়