ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শ্বাসকষ্টে কাতরাচ্ছিলেন গৃহবধূ, অক্সিজেন নিয়ে হাজির পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬, ২৮ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ নাজিরপুল এলাকার বাসিন্দা জুলেখা বেগম। মঙ্গলবার রাতে হঠাৎ বেড়ে যায় তার শ্বাসকষ্ট। অক্সিজেন নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু রিকশাচালক স্বামীর সামর্থ্য নেই অক্সিজেন কেনার।

লোকমুখে শুনেছেন বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে পুলিশ। তাই আর দেরি না করে ফোন দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানায়। ফোন পেয়ে কিছুক্ষণের মধ্যেই তার ঘরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হয় পুলিশ। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে তার অক্সিজেন লেভেল। আর স্বামীর মনে আসে স্বস্তি।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রাত সাড়ে ৯টার দিকে নাজিরপুল এলাকা থেকে ফোন দিয়ে স্ত্রীর জন্য অক্সিজেন প্রয়োজন বলে জানান এক রিকশাচালক। এরপরই আমরা দ্রুত তার বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেই। যথাসময়ে অক্সিজেন পাওয়ায় তিনি এখন সুস্থ রয়েছেন।

সম্প্রতি করোনার দ্বিতীয় ডেউ মোকাবিলায় অক্সিজেন সংকটে ভোগা ব্যক্তিদের অক্সিজেন সেবা দেয়ার উদ্যোগ নেয় সিএমপি। এর পরিপ্রেক্ষিতে ২১ এপ্রিল থেকে প্রতিটি থানায় গড়ে তোলা হয় অক্সিজেন ব্যাংক।

এতে জরুরি প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো থানা থেকে অক্সিজেন সেবা পাবে নগরবাসী। অক্সিজেন শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের মাধ্যমে সেই সিলিন্ডার পুনরায় রিফিল করা যাবে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়