ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৭ মে’র মধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ৯ মার্চ ২০২১  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আগামী ১৭ মে হল খোলার আগেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে। তবে, ১৮ বছরের কম বয়সী হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থীরা এখনই টিকা পাচ্ছে না।

মঙ্গলবার কেবিনেট সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ১৭ মে হল খোলার আগেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। এসব শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩০ হাজারের মতো। তাদের টিকা দেয়া শেষে বিশ্ববিদ্যালয় অন্য সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। 

শিক্ষামন্ত্রী আরো বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ১৮ বছরের কম বয়সী। এ জন্য আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের আগে টিকার আওতায় আনা হবে। 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কেবিনেট সভায় সভাপতিত্ব করেন।

সর্বশেষ
জনপ্রিয়