ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষ্যে মতবিনিময়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ২০ নভেম্বর ২০২২  

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষ্যে মতবিনিময়

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষ্যে মতবিনিময়

ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল শনিবার ( ১৯ নভেম্বর ) আর্ন্তজাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও নারী উদ্যোক্তা ফেসবুক গ্রুপের উদ্যোগে গতকাল শনিবার বিকালে গফরগাঁও উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান । এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ,গফরগাঁও নারী উদ্যোক্তা গ্রুপের উপদেষ্টা, আবিদা আক্তার নুপুর, শিক্ষক ফাতেমা আক্তার, গফরগাঁও নারী উদ্যোক্তা ফেসবুক গ্রুপের এডমিন ইয়াসমিন আক্তার, নিলুফা ইয়াসমিন রুনু প্রমুখ ।

গতকাল শনিবার বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রতিবছর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান প্রধান অথিতির বক্তব্যে বলেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অর্থনীতিকে গতিময় করতে কাজ করে যাচ্ছেন নারী উদ্যোক্তারা। উদ্যোক্তা হিসেবে অর্থনীতিতে নারীর প্রবেশ যেমন কর্মসংস্থানের সৃষ্টি করছে, তেমনি ছড়িয়ে দিচ্ছে নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত।

মতবিনিময় শেষে কুইজ প্রতিযোগীতা ও লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়