ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

অ্যান্ড্রয়েড মেসেজ অ্যাপে এলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ১৭ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গুগলের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডে নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অ্যানড্রয়েড মেসেজ অ্যাপে এসেছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন।

আপাতত ওয়ান-টু-ওয়ান আলোচনায় মিলবে এনক্রিপ্টেড সুবিধা। তবে ই২ইই মেসেজিং ব্যবহার করতে চাইলে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মেসেজ এনক্রিপ্টেড হয়েছে কি-না তা সেন্ড বাটনের দিকে তাকিয়েই বুঝতে পারবেন ব্যবহারকারীরা। তবে গ্রুপ চ্যাটিংয়ে এখনও সুবিধাটি মিলবে না। দুই পাশের ব্যবহারকারীকেই সুবিধাটি ব্যবহারের জন্য আরসিএস চ্যাট ফিচার চালু করে নিতে হবে।

এনক্রিপ্টেড হলে ওই বাটনের উপর লক চিহ্ন দেখা যাবে। অ্যান্ড্রয়েড আপডেট আগেই এসেছে, তাই এ সপ্তাহে পৃথকভাবে আসবে ফিচারটি।

এনক্রিপ্ট করা থাকলে অ্যাপে অবৈধ অনুপ্রবেশকারীরা সঠিক তথ্য দেখতে পায় না। বিভিন্ন কোড দিয়ে আসল ম্যাসেজ ঢেকে রাখা হয়। এই কোড খোলা চেখে কোনো মানুষের পক্ষে ডিক্রিপ্ট করা সম্ভব হয় না। তাই মেসেজ সুরক্ষিত থাকে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশশন ছাড়াও বেশ কয়েকটি ফিচার যোগ হয়েছে অ্যানড্রয়েডে। এর মধ্যে অন্যতম হচ্ছে- আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম, নতুন ইমোজি, অ্যাসিস্টেন্ট, অটো এবং ভয়েস অ্যাকসেস ফিচার।

সর্বশেষ
জনপ্রিয়