ঢাকা, রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

নতুন চমক নিয়ে আসছে উইন্ডোজ ১১

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ৮ জুন ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

অপারেটিং সিস্টেমের ধারণা বদলে দিতে মাইক্রোসফট আগামী ২৪ জুন উন্মুক্ত করবে নতুন ভার্সন উইন্ডোজ ১১। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যানের ঘোষণাতেই নতুন এই ভার্সন উন্মুক্ত করা হবে। 

মাইক্রোসফট তাদের উইন্ডোজের লোগোতেও খানিকটা পরিবর্তন আনতে পারে। নতুন সংস্করণটির সাংকেতিক নাম আপাতত ‘সান ভ্যালি’ হবে বলেও শোনা যাচ্ছে। মাইক্রোসফট দুই ডিসপ্লের ডিভাইসের জন্য উইন্ডোজ ১০-এর একটি সংস্করণ তৈরির কথা ভাবছিলো। এখন এই সংস্করণের ভিজ্যুয়াল উপাদানগুলো মূল উইন্ডোজে যুক্ত করা হবে।

এরই মধ্যে উইন্ডোজ ১০-এ নতুন আইকন, ফাইল এক্সপ্লোরারের উন্নয়নসহ বেশ কিছু পরিবর্তন এসেছে। এবার উইন্ডোজের মূল অবকাঠামোতেও পরিবর্তন আনছে এই টেক জায়ান্ট। উইন্ডোজের অ্যাপ স্টোরেও পরিবর্তনের আশা করা যেতে পারে বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।

সর্বশেষ
জনপ্রিয়