ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

নেত্রকোণায় মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : ফয়েজ আহমেদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ১৯ জুলাই ২০২৩  

নেত্রকোণায় মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : ফয়েজ আহমেদ

নেত্রকোণায় মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : ফয়েজ আহমেদ

নেত্রকোণা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেছেন মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স।জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

এলাকার আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা পুলিশ বদ্ধপরিকর।

আজকের তরুন যুব সমাজকে স্মাট বাংলাদেশ বির্নিমানে ভুমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ইভেন্টে খেলাধুলা করতে হবে। আমাদের অভিবাবকদের সচেতন থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এলাকার অপরাধ নিয়ন্ত্রন সম্ভব হবে।

নেত্রকোণা মডেল থানা পুলিশের উদ্যোগে বুধবার সদর উপজেলার ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১টায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এসব কথা বলেন।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইনুল ইসলাম, ঠাকুরাকোনা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মৌগাতি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আবুনী প্রমুখ। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়