ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

ভারত যেতে লাগছে না করোনা সনদ

হেলথ ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ১৩ জুলাই ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারত যেতে বাধ্যতামূলক কোভিড-১৯ এর টিকা সনদ লাগবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধুমাত্র পাসপোর্ট-ভিসা থাকলেই যাতায়াত করা যাবে দু’দেশের মধ্যে।

দেশের সব স্থলবন্দর, নৌবন্দর, বিমানবন্দর ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এ সংক্রান্ত চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

দেশ এবং বিশ্বের বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি, আক্রান্ত ও মৃত্যুহার সবকিছু বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয় সরকারের স্বাস্থ্য অধিদফতর।

এরই অংশ হিসেবে গতকাল বুধবার (১২ জুলাই) থেকে বেনাপোল বন্দর দিয়ে কোনো টিকা সনদ বা কোভিড-১৯ পরীক্ষার কাগজ ছাড়াই পাসপোর্টধারীরা ভারতে যাতায়াতের সুযোগ পাচ্ছেন।

এতে করে ভোগান্তি অনেকটাই কমছে বলে জানান ভারতগামী যাত্রীরা।

ভারতগামী যাত্রী সাজিদ রহমান বলেন, এই টিকা সনদ নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হত। এখন কোভিড-১৯ এর সব শর্ত তুলে নেয়ায় ভোগান্তি ছাড়া স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছি। ‍এতে করে ভারত যাওয়া আগের চেয়ে অনেক বেড়ে যাবে।

সর্বশেষ
জনপ্রিয়