ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যেসব কাজে ব্যবহার করতে পারেন বেবি শ্যাম্পু

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:৫২, ৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিশ্চয়ই জানেন, বেবি শ্যাম্পু শিশুদের চুলের যত্নে ব্যবহার করা হয়। তবে এর ব্যবহার শুধু মাত্র শিশুদের চুলেই সীমাবদ্ধ নয়, গৃহস্থালি নানা কাজে বেবি শ্যাম্পু আপনার উপকারে আসবে।

এটি ত্বকের যত্নেও দারুণ কার্যকরী। এছাড়া বেবি শ্যাম্পু কাপড় ও ফার্নিচার পরিষ্কারে কাজেও ব্যবহার করা যায়। চলুন এবার জেনে নেয়া যাক বেবি শ্যাম্পুর বিভিন্ন ধরনের ব্যবহার সম্পর্কে-

>> পোষা প্রাণীকে পরিষ্কার রাখতে ব্যবহার করা যায় বেবি শ্যাম্পু।

>> সোয়েটার বা উলের চাদর পরিষ্কার করতে ব্যবহার করুন বেবি শ্যাম্পু।

>> ত্বক পরিষ্কার করতে ফেসওয়াশের বদলে ব্যবহার করতে পারেন বেবি শ্যাম্পু।

>> মেকআপ ব্রাশ পরিষ্কার করতে পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে ভিজিয়ে রাখুন ব্রাশ।

>> চামড়ার জ্যাকেট পরিষ্কার করতে চাইলে পানিতে সামান্য শ্যাম্পু মিশিয়ে কাপড় ভিজিয়ে মুছে নিন।

>> পানিতে কয়েক ফোঁটা বেবি শ্যাম্পু মিশিয়ে হীরার গয়না ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর টুথব্রাশ ঘষে পরিষ্কার করে নিন।

>> ত্বকে আঘাত পেলে ব্যান্ড এইড ব্যবহার করি আমরা। আঠালো ব্যান্ড এইড ওঠানোর আগে কয়েক ফোঁটা শ্যাম্পু ঘষে নিন। সহজে উঠে আসবে ত্বক থেকে।

>> চামড়ার সোফা, জুতা কিংবা হাতব্যাগ পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন বেবি শ্যাম্পু। কয়েক ফোঁটা শ্যাম্পু চামড়ার পণ্যে ফেলে নিংড়ানো ভেজা একটি কাপড় দিয়ে মুছে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন।

সর্বশেষ
জনপ্রিয়