ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

কিশোরগঞ্জ জেলার নিকলীতে পাউবোর ১৩০ কোটি টাকার কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৭, ১৭ জুলাই ২০২৩  

কিশোরগঞ্জ জেলার নিকলীতে পাউবোর ১৩০ কোটি টাকার কাজের উদ্বোধন

কিশোরগঞ্জ জেলার নিকলীতে পাউবোর ১৩০ কোটি টাকার কাজের উদ্বোধন

কিশোরগঞ্জের নিকলীতে উপজেলার প্রত্যন্ত হাওড় অঞ্চলের দুইটি ইউনিয়ন ছাতিরচর এবং সিংপুরে কিশোরগঞ্জ জেলার ১০টি উপজেলায় নদীতীর প্রতিরক্ষা কাজ ওয়েভ প্রটেকশন এবং খাল পুনঃখনন প্রকল্পের আওতায় নিকলী উপজেলার দুইটি ইউনিয়নে ছাতিরচর ইউনিয়নে ১৪শ মিটার এবং সিংপুর ইউনিয়নে ২২শ মিটার স্থায়ী প্রতিরক্ষা নির্মাণে ১৩০ কোটি ৪৫ হাজার টাকার মধ্যে ছাতিরচর ইউনিয়নে ৫২ কোটি ১৫ লক্ষ ৭০ হাজার টাকা এবং সিংপুর ইউনিয়নে ৭৭ কোটি ৮৮ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে স্থায়ী প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করা হয়। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের আয়োজনে ও বাস্তবায়নে, প্রকৌশলী মোঃ মাফুজুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহ ও প্রকল্প পরিচালকের সভাপতিত্বে, কিশোরগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) এর সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন এমপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার বাজিতপুর সার্কেল সত্যজিৎ ঘোষ, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভুঞা জনি, নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভিন, নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান, এমপি মহোদয়ের এপিএস মোঃ আকরামুল হক রুবেল ও মোঃ খন্দকার আল ফয়সাল আহম্মেদ, ছাতিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদরুল আমিন চৌধুরী মানিক, ছাতিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামছুজ্জামান চৌধুরী ইয়ার খান, কারপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকি আমান খান, সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এস.ও মোঃ রুবেল মিয়া, সাংবাদিকবৃন্দ সহ নিকলী উপজেলার ৭টি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীগণ প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়