ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

ময়মনসিংহে একই মাঠে ৮১ বছর ইমামতি, ৬ লাখ টাকা উপহার পেলেন শতবর্ষী ইমাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ১৬ জুলাই ২০২৩  

ময়মনসিংহে একই মাঠে ৮১ বছর ইমামতি, ৬ লাখ টাকা উপহার পেলেন শতবর্ষী ইমাম

ময়মনসিংহে একই মাঠে ৮১ বছর ইমামতি, ৬ লাখ টাকা উপহার পেলেন শতবর্ষী ইমাম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একই মাঠে ৮১ বছর ইমামতি করায় সম্মানে ভূষিত হলেন ১০১ বছর বয়সী ইমাম মাওলানা নূরুল ইসলাম। সম্মান পেয়ে আবেগে আপ্লুত বয়োজ্যেষ্ঠ এ ইমাম।

গত শুক্রবার (১৪ জুলাই) বিকেলে স্থানীয় দিশারি নামের সামাজিক সংগঠনের আয়োজনে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রিয় ইমামকে সম্মান জানাতে পেরে খুশি এলাকাবাসী।

জানা যায়, ৮১ বছর ধরে নিগুয়ারী মধ্যপাড়া গ্রামের ঈদগাঁ মাঠে ইমামতি করেন মাওলানা নূরুল ইসলাম। দীর্ঘ ৮১ বছর ইমামতি করতে গিয়ে ওই ইমামের সঙ্গে এলাকার মানুষের নিবিড় সম্পর্ক তৈরি হয়। স্থানীয় দিশারী নামের সামাজিক সংগঠনের আয়োজনে প্রিয় মানুষটিকে সংবর্ধনা দেন এলাকার সব শ্রেণি-পেশার মানুষ। ১০১ বছর বয়স্ক ইমাম মাওলানা নূরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৬ লাখ টাকা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা, নিগুয়ারী মধ্যপাড়া ঈদগাঁ মাঠের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক মতি প্রমুখ। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়