ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১০, ১৮ মার্চ ২০২৪  

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

সোমবার, ১৮ মার্চ ২০২৪ ইংরেজি, ৪ চৈত্র ১৪৩০ বাংলা, ৭ রমজান ১৪৪৫ হিজরি।এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৮৬- কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।

১৮০০- শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।

১৯৬৫- সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।

১৯৯৪- বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষরিত হয়।

২০২০- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু ঘটে।

জন্ম:

১৯০১- ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়।

১৯১০- শিশু সাহিত্যিক বিমল ঘোষ।

১৯১২- লেখক, ঔপন্যাসিক বিমল মিত্র।

১৯২৬- বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী হিমানীশ গোস্বামী ৷

১৯৩৮- ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর।

মৃত্যু:

১৯৭৪- বিশ শতকের বাঙালি কবি বুদ্ধদেব বসু।

১৯৭৯- বাংলাদেশি সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ।

২০০৭- ভারতীয় সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ বব উলমার।

২০০৮- ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার অ্যান্টনি মিনজেলা।

সর্বশেষ
জনপ্রিয়